![]() |
উদ্যোগ-পুরাতন বই বিক্রি
পরামর্শ- কামাল আহমেদ বাগী
বাজার সম্ভাবনা
বই হলো অমর বইয়ের মৃত্যু হতে পারে না এ অমখ বাণীকে স্বরণ করে আপনিও খুঁজে নিতে পারেন আপনার জীবিকা নির্বাহের পথ ৷ এটা খুবই সহয ও কম পরিশ্রমের একটি আয়ের পথ ৷ শুধু আপনাকে হতে হবে চতুর ও খুবই বুদ্ধিমান ৷ এ ব্যাবসাটি কয়েক প্রকারে করা যায় তবে আমরা এ অধ্যায়ে শুধু সাধারণ বিক্রেতার ভূমিকা নিয়ে আলোচনা করবো ৷
মূলধন
৫০০০-৮০০০ টাকা ৷
সরঞ্জাম
পুরাতন বই, গাইড, সহ বিভিন্ন বিভাগের বই ৷
সাধারণ প্রশিক্ষণ
আপনার সংগৃহীত বই গুলোকে তিন ভাগে ভাগ করুন ৷ প্রথমত যে বই গুলো ভালো অবস্থানে আছে, হিসেব করুন আপনার পুঁজি কত খরচ হয়েছে, সে অনুযায়ী আপনার লাভ রেখে একটি কমিশন নির্ধারণ করুন যেমনঃ প্রতি বই ৩০% ৩৫% ৷ দ্বিতীয়ত যে বই গুলো মোটামুটি অবস্থানে আছে সে গুলো গর হিসেব করুন প্রতি বই ২০ বা ২৫ টাকা ৷ তৃতীয়ত যে বই গুলো একেবারে নিম্নমানের সে গুলো কেজি দরে বিক্রি যেমনঃ ৩ বা ৪ টাকা ৷
বাজারজাত
সাহিত্য সংস্কৃতি মূলক বই হলে পাঠাগার
সংগ্রহশালায় বিক্রি করুন ৷
অন্যান্য বই হলে লাইব্রেরীতে যোগাযোগ করতে পারেন ৷
আজকের আয় ব্যায়
১০০ টি বই ৩০ টাকা দরে ৩০০০ টাকা১০০ টি বই ক্রয় করতে ১০-১২ দরে ১২০০ টাকা
অভিজ্ঞতা
তীক্ষ্ণ জ্ঞান সম্পন্ন হতে হবে তাহলে মেরুদন্ড দাঁড় করানো সম্ভব ৷
☞স্বল্প পুজি নিয়ে স্বাবলম্বী হওয়ার মতো হলো বইয়ের ব্যবসা, এ জন্য চাই সঠিক দিক নির্দেশনা বিস্তারিত জানুন!
আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!
কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী