ফার্মেসির ব্যবসা হতে পারে আধুনিক সময়ের শীর্ষ পেশা সেজন্য চাই সঠিক দিকনির্দেশনা বিস্তারিত


উদ্যোগ-ফার্মেসীর ব্যবসা
পরামর্শ- কামাল আহমেদ বাগী

বাজার সম্ভাবনা

বুঝতেই পারছেন আমাদের জন জীবনে দৈনন্দিন রোগ বালাই দৈ-ছৈর শেষ নেই, শহরের পরিবেশ যে নাজেহাল অবস্থা তাতে আমাদের স্বাস্থ্য হুমকির সম্মুখীন ৷ বিশেষ একটি পরিচয় বা সম্মানজনক পেশার ক্ষেত্রে ফার্মাসিস্ট পেশা উল্লেখযোগ্য ৷ শুধু শিক্ষিতঃ নয় নানার শ্রেণীর দক্ষতায় এটি একটি সম্মানের পথিকৃত্ ৷ বিঃদ্রঃ এখানে শুধু পাইকারী ও খুচরা, বিক্রয় প্রসঙ্গে উপস্থাপনা হবে ৷

মূলধন

৫০০০০০-৮০০০০০ টাকা ৷

সরঞ্জাম

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ,ব্যাংক সলভেন্সি সনদ,দোকানসংক্রান্ত কাগজপত্র,প্যারামেডিক্যাল থেকে ডিপ্লোমা পাসের সনদ অথবা ফার্মাসিস্ট ফাউন্ডেশন কোর্সের সনদ। এবং দোকানের আসবাব পত্র যেমন দোকান সাজান
দোকানের মাপ অনুযায়ী ঔষুধ,তাক,চেয়ার,
টেবিল, ইত্যাদি ৷

সাধারণ প্রশিক্ষণ

ব্যাবসায় ভোক্তার চাহিদা অটুট রাখার জন্য কম দামি বা মেয়াদ উত্তির্ণ পণ্য গুলো পরিহার করুন
অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে চলে যান মিটফোর্ড রোডে। ঔষধ এনে নাম করা বা আপনার জানামতে যে আইটেম গুলো ভালো চলে সেগুলো ডিস্প্লে করে রাখুন ৷

বাজারজাত

স্থান ভালো হলে অন্য জায়গা খোঁজার দরকার নেই তবুও বড়-বড় ব্যক্তিদের সাথে চলাচল রাখতে পারেন 

আজকের আয় ব্যয়

বিভিন্ন কম্পানিভেদে বিক্রির উপর ১২ থেকে ১৩
বা ১৫ পার্সেন্ট লাভ থাকে।

অভজ্ঞতা

উপরে উল্লেখিত সনদই আপনার অভিজ্ঞতা তবে বিভিন্ন ডাক্তারদের লেখা বোঝার অভিজ্ঞতা অধিক গুরুত্ব শীল ৷

☞ফার্মাসিস্ট পেশায় টিকে থাকতে হলে প্রয়োজন অভাবনীয় কৌশল আর দক্ষতা বিস্তারিত জানুন!

আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!

কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী

শেয়ার করুন