![]() |
উদ্যোগ-আঁখের রস বিক্রি
বাজার সম্ভাবনা
বাজার সম্ভাবনা
এসে গেছে গরম মানে সুযোগ/সময় এখন আপনার, এ সুযোগকে কাজে লাগিয়ে আপনিও নিতে পারেন সাচ্ছন্দ্যে একটি পরিবারের দায়িত্ব
এ গরমে যান্ত্রিক মানুষগুলো রোজ ভোরে ছুটে যায় কর্মস্থলে, পথে ঘাটে নানান মানুষের ভিড় ৷ তৃষ্ণা যেন নিত্য সঙ্গী এমন অবস্থায় যদি একটু ঠান্ডা কিছু অর্থাৎ শরবত তাও স্বাস্থ্যকর একেবারেই মন্দ হয় না ৷
মূলধন
২৫০০০-৩০০০০ টাকা ৷
স্থায়ী সরঞ্জাম
5CC ইঞ্জিন,গ্লাস,ভ্যান হ্যান্ড ড্রাইভ,মগ,বালতি,আঁখের জার,বরফ,তেল ইত্যাদি ৷
সাধারণ প্রশিক্ষণ
আঁখ ভালো করে পরিষ্কার করে মেশিনের ভেতর দিয়ে এক হাতে মেশিন ঘুরাতে হয়
ফলে আঁখের রস বের হয় ৷
সরবরাহ
আঁখ তৈরী হবার পর গ্লাসে করে ভোক্তার সামনে উপস্থাপন করতে হয়
আজকের আয় ব্যায়
১০ টাকা বিক্রি দরের এক গ্লাস আঁখের রস তৈরীতে খরচ হয়,৩-৪ টাকা ৷
অভিজ্ঞতা
বিশেষ কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ব্যাবসার কৌশল গুলোকে রপ্ত করতে পারলে এগিয়ে যাওয়া সম্ভব ৷
☞কোথা থেকে ইঞ্জিন কিনবেন কত দাম সব কিছু জানুন!
আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!
কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী
☞কোথা থেকে ইঞ্জিন কিনবেন কত দাম সব কিছু জানুন!
আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!
কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী
খবর বিভাগঃ
২০'হাজার—৫০'হাজার টাকা
ক্ষুদ্র কুটির শিল্প