গোলাপজল তৈরীর নিয়ম জানুন ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় বিষয়



উদ্যোগ-গোলাপজল তৈরী

বাজার সম্ভাবনা
ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত সরঞ্জামাদির ক্ষেত্রে গোলাপজল একটি অন্যতম নাম ৷ সাধারণত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় গোলাপজলের প্রচুর চাহিদা থাকে ৷
তাছাড়া, বাজারে বসে, বা হেটে হেটে, বিভিন্ন মুদি দোকানে পাইকারি ও খুচরা দামে গোলাপজল বিক্রি করা যায়। বিশেষ করে মাজারের আশপাশের দোকান গুলোতে নিয়মিত গোলাপজল বিক্রি করা হয় ৷
এই ব্যবসাটি ক্ষুদ্র হলেও, পরিবারের সবাই মিলে ঘরোয়া ভাবে উদ্যোগ নিলে, এ ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা বেশি ৷ এখানে প্রাকৃতিকভাবে গোলাপজল তৈরীর বিষয় আলোচনা করছি ৷

মূলধন

২০,০০০ থেকে ২৫,০০০ টাকা ৷

সরঞ্জাম

গোলাপ ফুল, মাটির বড় পাত্র, তুলা/সুতি কাপড়, প্লাস্টিকের বোতল ৷

প্রশিক্ষণ

নতুন ফোটা গোলাপ ফুল নিয়ে পাপড়ি গুলোকে আলাদা করে, একটি পরিষ্কার পাত্রে ভালোভাবে ধুয়ে রাখুন ৷
এরপর একটি মাটির পাত্রে রেখে, তারপর রোধে দিন ৷
৪/৫ দিন পর পানির উপর তেলতেলে ভাব ভেসে উঠবে ৷
আরো ৩ থেকে ৪ দিন পর, ফেনা দেখা দেবে, ঐ ফেনার নিচের অংশ (পানি) গোলাপজল ৷

সরবরাহ

হেটে, হেটে বা রাস্তার পাশে বসে বিক্রি করতে পারেন, বিভিন্ন মুদি দোকানে যোগাযোগ করতে পারেন ৷

আয়-ব্যায়

এক ডজন গোলাপজল তৈরীতে খরচ হয় ৮০-১২০ টাকা, বিক্রি ১৫০-২৪০ টাকা বা তার বেশি ৷

অভিজ্ঞতা

বিশেষ কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে সতর্ক থাকতে হবে, ফুল যেন টাটকা নতুন থাকে, ভালো নতুন কাপর, তুলো ব্যবহার করবেন ৷

স্বল্প পুজি নিয়ে এই ব্যবসা খুবই লাভজনক কিন্ত প্রয়োজন কঠোর পরিশ্রম, আরো চমতকার পরামর্শ নিন!

আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!

কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী

শেয়ার করুন