![]() |
উদ্যোগ-মোবাইল সার্ভিস
বাজার সম্ভাবনা
বর্তমান সময়ে দিন-দিন বাড়ছে প্রযুক্তির চাহিদা ৷
সবার হাতে হাতে স্মার্টফোন, মূল কথা প্রযুক্তি ছাড়া, এক মুহূর্তও চলা সম্ভব নয় ৷ এ সুযোগটা আপনিও কাজে লাগাতে পারেন ৷ তবে এই উদ্যোগে মূলধনের পাশাপাশি, অনেক সৃজনশীলতার প্রয়োজন আছে ৷ যেহেতু প্রযুক্তির সাথে মিশে আছেন, নিশ্চই কোন না কোন কারণে সার্ভিসিং দোকানে অবশ্যই গিয়েছেন ৷ যদি আপনার মনে তাদের মতো কথা বলার ধরণ বা বাচনভঙ্গি, কাজে সৌহার্দ্যতা, ও উদ্দীপ্ত অনুভব হয় ৷ তাহলে আজই নামতে পারেন এ ব্যাবসায় ৷ আশা করি আপনিও স্বাবলম্বী হবেন………
মূলধন
২৫০০০-৩০০০০ টাকা ৷
সামগ্রী
স্থান নির্বাচন, দোকানের এডভান্স, ডেকোরেশন/রেক/তাক, গ্লাস সেট, তাতাল, হিটার, স্টাবিলাইজার, পুরান/নষ্ট মোবাইল, মিটার,মোবাইল খোলার স্লাফ সহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি…৷
আয়-ব্যায়
মোবাইলের আয় ব্যয় আপনার উপর নির্ভর করে ৷
যেমনঃ একটি ইয়ার ফোন, ৩০-৩৫ টাকা বিক্রি ৮০-১২ টাকা বা তার বেশি আরো সহজেঃ একটি মাইক্রোফোন/স্পিকার, ৯-১০ মুজুরি সহ ৮০-১৫০ টাকা ৷
অভিজ্ঞতা
অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে, সময়ে ভালো পরামর্শ প্রয়োজন, তাছাড়া কাষ্টমার/ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য সুন্দর বা নম্রভাষি হতে হবে ৷
মনে রাখবেন! এই ব্যবসায় স্বাবলম্বী হতে গেলে অবশ্যই ক্লায়েন্ট হাত করতে হবে ৷
এই পেশায় টিকে থাকতে হলে প্রয়োজন অভাবনীয় কৌশল আর দক্ষতা আমাদের পরামর্শ নিন!
আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!
কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী
এই পেশায় টিকে থাকতে হলে প্রয়োজন অভাবনীয় কৌশল আর দক্ষতা আমাদের পরামর্শ নিন!
আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!
কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী