ডিলারশিপ ব্যবসা কি?এই একটা প্রশ্নের দু'টি উত্তর হতে পারে ৷একটি খুবই সহজ আরকটি খুবই কঠিন ৷আমরা সহজটা নিয়ে প্রথমে কথা বলছি ৷
ডিলার বলতে নিদৃষ্ট একটি এড়িয়া কাভারেজ করা, ধরুন ওয়াল্টন কোম্পানি তাদের নিদৃষ্ট স্থানে ডিলার নিয়োগ দিবে,
আপনি যদি সে জায়গার স্থানীয় হন, আর শর্ত মোতাবেক কাজ করতে সম্মত হন, তারা আপনাকে সে জায়গার দায়িত্ব দিবে ৷ সেখানে পণ্য বিপণন থেকে, আরম্ভ ভোক্তাকে যে-কোন সুযোগ সুবিধা আপনার মাধ্যমেই সেই এড়িয়ায় দেয়া হবে ৷ এই অংশটি স্বাভাবিক ডিলারশিপের ক্ষেত্রে জানার বিষয় ৷
আর কঠিন যে অংশটি তা হলো; প্রত্যেকটি কোম্পানি তাদের ডিপো/ডিলার/প্রতিনিধি নিয়োগের ব্যপারে, আলাদা আলাদা শর্তাদি উপস্থিত করে ৷
অনেক কোম্পানি আছে, যাদের অনেক বড় ফরম পুরোন করতে হয়, আবার এমনটিও হয় যে জামানত বাবদ বা নীতি অনুযায়ী নিজ বাড়ির জলিলের কপি ৷
আবার এমনও কোম্পানি আছে, যারা কোন জামানত চায় না, কথার মাধ্যমে, আবার জামানত হিসেবে ২/৪ হাজার টাকার টাকা ৷
মূলত বিষয় হলো, আপনার সিদ্ধান্ত; এখানে আমাদের পরামর্শ হলো, প্রথমে দেখুন আপনার পুঁজি কত, নিজেকে প্রশ্ন করুন আপনি কোন পণ্য নিয়ে কাজ করতে পারবেন ৷ পণ্য অন্যের হোক বা আপনার নিজের, সর্বত্র প্রয়োজন হবে আপনার নিজের দক্ষতা ৷ এড়িয়া ভিত্তিক কর্মী নিয়োগ দেয়া তেমন কঠিন কিছু নয়, সব থেকে বড় বিষয় হলো, নেতৃত্ব, কর্মীদের মন প্রফুল্ল রাখা যাতে তারা আগ্রহ নিয়ে কাজ করে,
যা হোক এরকম আরো অনেক বিষয় আছে যা ডিলারশিপের ক্ষেত্রে না জানলে একেবারেই নয় ৷ আপনাকে আরো কিছু বিষয় লক্ষ করতে হবে, আপনি যে পণ্য গুলো নিয়ে কাজ করতে চান, সেটার প্রসারতা কতটুকু, আপনার এড়িয়ার মানুষগুলো সেটা সম্পর্কে কতটুকু জানে, সেটার মার্কেটিং কতটুকু গড়িয়েছে, আপনাকে স্বরণ রাখতে হবে নতুন একটি পণ্য বাজারে আসলে মানুষ যাচাইয়ের জন্য তা সহজে গ্রহণ করতে পারে, তাই বলে সবসময়ই নয়, পণ্যের গুণগতমান বা বিপণনের দিকটা ভিন্ন ৷
যা হোক এরকম আরো অনেক বিষয় মাথায় রেখে, সঠিক পরামর্শ নিয়ে হতে পারেন যে-কোন কোম্পানি/ব্রান্ডের একজন সম্মানিত ডিলার ৷
আমরা আপনার উদ্দীপনাকে সম্মানিত করতে চাই ৷
গল্পটা এভাবে বল্লে আরো সহজে বোঝানো সম্ভব ৷
—বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বা ব্রান্ডের সাথে আমাদের, ব্যবসা ছোট বড় অসংখ্য কোম্পানি আছে ৷
উপরে বলেছি, কেউ-কেউ জামানত হিসেবে বা জমির দলিল পর্যন্ত চায়, আবার কেউ কেউ সামান্য শর্ত বা দু'চার হাজার টাকা জামানতের মাধ্যমে ডিলারশিপ দেয় ৷
কাজেই আপনি চিন্তিত হবেন না, আপনার পুঁজির উপর নির্ভর করুন, নিচে অনেকগুলো পণ্যের তালিকা দেয়া আছে, আমরা তেমন বিস্তারিত দেইনি, তবে প্রত্যেকটি পণ্যের ডিলার নিয়োগ দেয়া হবে ৷ আপনার যে পণ্যটি পছন্দ বা যে পণ্যটির ডিলারশিপ নিতে চান, পণ্যের নাম লিখে আমাদেরকে ই-মেইল করুন ৷ আমরা আপনাকে জানাবো কোম্পানি বা পণ্যটি কোথায় মার্কেটিং করা যাবে, জামানত লাগবে কি না, কোন শর্ত আছে কি না, মার্কেটিংয়ের প্রসারতা কতটুকু বিস্তারিত আপনাকে জানাবো ৷
নিচের তালিকায় দেয়া পণ্য গুলো একটি কোম্পানি বা ব্রান্ডের নয়, তাই আমরা ভিন্নভাবে উপস্থাপন করেছি ৷
ডিলারশিপ নিতে চুক্তিপত্র কিভাবে তৈরি করবেন? চুক্তিপত্রের স্যাম্পল সহ ফর্ম+বুক 1MB ডাউনলোড করুন
ই-মেইলকরুনঃ- kamalahmedbagi@gmail.com
🔃New Apple Smart Watch
🔃Samsung 7" Tab Master Copy
🔃সা'দী সরিষার তৈল,
🔃আনন্দ ফুড এন্ড প্রোডাক্ট
—রেডি ১৮৯ ধরণের পণ্য পোস্টর কাজ চলছে…
খবর বিভাগঃ
ডিলারশিপ