কাগজের ঠোঙা তৈরীর ব্যবসা ঘরোয়াভাবে কাজ করে স্বাবলম্বী হওয়ার মতো চমতকার উদ্যোগ


উদ্যোগ-কাগজের ঠোঙা তৈরী

বাজার সম্ভাবনা
করে যারা, বসে বসে কাজ করতে পছন্দ করেন, বৃদ্ধ অথবা,  উঠা-বসা করতে সমস্যা ৷
তাদের জন্য এটি একটি চমতকার উদ্যোগ ৷ পলিথিনের বিকল্প হিসেবে, মুদি দোকানে কাগজের ব্যাগ ব্যবহারে ত্বরান্বিত করতে পারলে, এই ব্যবসাটি ভালো চলবে ৷ এটি চমতকারের আরেকটি দিক হলে,
পরিবারের সবাই কমবেশি এর পেছনে সময় দিতে পারে ৷ গল্প করতে করতে কাজ করলে সময়টাও ভালো কাটে ৷ তাই বৃদ্ধদের জন্য এটি খুব ভালো ব্যবসা ৷

মূলধন
২০০০-৩০০০ টাকা ৷

স্থায়ী সরঞ্জাম
কেচি/কাটার, ঘাম/আঠা, কাগজ, ইত্যাদি ৷

সাধারণ প্রশিক্ষণ
মাপ অনুযায়ী কাগজ কেটে, সমানভাবে ভাঁজ করে আঠা লাগিয়ে খাম তৈরি করা হয়। 

সরবরাহ
পাড়ার মুদি দোকান গুলোতে যোগাযোগ করতে পারেন, তাছাড়া স্টেশনারির দোকানেও চলবে যদি নতুন নতুন ডিজাইন করে তৈরী করতে পারেন ৷

আজকের আয় ব্যয়
১০০ টি ব্যাগ/ঠোঙা তৈরীতে খরচ হয়, ২৫-৩০ টাকা ৷
বিক্রি ৫০-৮০ টাকা বা তার বেশি ৷

অভিজ্ঞতা
বিশেষ কোন অভিজ্ঞতা বা প্রশিক্ষণের প্রয়োজন নেই ৷
তবে বর্তমানে যেহেতু পলিথিনের প্রচলন ব্যপক বেড়ে গেছে, কাজেই, কৌশলগতভাবে বিক্রেতার ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে ৷

☞স্বল্প পুজি নিয়ে এই ব্যবসা খুবই লাভজনক কিন্ত প্রয়োজন কঠোর পরিশ্রম, আরো চমতকার পরামর্শ নিন


আশা করি, বোঝাতে পেরেছি, এই

অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!

কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী

শেয়ার করুন