মোমবাতি তৈরীর ব্যবসা জেনে নিন বিভিন্ন ডিজাইনের মোমবাতি তৈরীর নিয়ম

এই বই মসনবী এই বই মফ
মসনবী শরীফ জালালউদ্দিন রুমী
Lois $150
Joe $300
Cleveland $250

বাজার সম্ভাবনা আমদের দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন,উপকরণের মধ্যে মোমবাতি অন্যতম। শুধু লোড সেটিংই কেন্দ্র নয়, বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান ঘড় সাজানো চাহিদা আছে ৷ বিভিন্ ন ধর্মীয় উৎসব,এমনকি শো পিস হিসেবেও নানা রঙ ও আকৃতির মোমবাতি ব্যবহার করা হচ্ছে। এ ব্যাবসাটি অনেকটা লাভ জনক হবে যদি স্থান ভেদে জ্ঞান ব্যাবহার করে ব্যাবসা পরিচালনা করা যায় ৷ মোমবাতি তৈরী একটি আলাদা প্রজেক্ট এখানে ঘড়োয়া আলোচনা করা হলো ৷ মূলধন ১০০০-১২০০০ টাকা স্থায়ী সরঞ্জাম কড়াই,ছুরি,কাঁচি,প্যারাফিন,স্টিয়ারি ক এসিড, মগ,বালতি,ডাইস, সুতা,সয়াবিন তেল,প্যাকেট ইত্যাদি ৷ সাধারণ প্রশিক্ষণ বিভিন্ন উপকরণ এক সাথে মিশিয়ে যন্ত্রের সাহায্যে মোমবাতি প্রস্তুত করতে হয় ৷ বাজারজাত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সহ বড় বড় স্টেসনারী পর্যন্ত মোমবাতি রাখে, বড় মার্কেটে বিভিন্ন ডিজাইনের মোমবাতি গুলো দেয়া যেতে পারে ৷ আজকের আয় ব্যায় ১ টি সাধারণ মোমবাত তৈরীতে খরচ হয় ২,৫০-৩ টাকা বিক্রি ৫ টাকা ৷ অভিজ্ঞতা এ ব্যাবসাটি ভালোভাবে করার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন আছে ৷ ☞এই পেশায় টিকে থাকতে হলে প্রয়োজন অভাবনীয় কৌশল আর দক্ষতা সফল হওয়ার কৌশল সম্পর্কে জানুন! আশা করি, বোঝাতে পেরেছি, এই অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে? যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন! মূলধন ১০০০-১২০০০ টাকা স্থায়ী সরঞ্জাম কড়াই,ছুরি,কাঁচি,প্যারাফিন,স্টিয়ারিক এসিড, মগ,বালতি,ডাইস, সুতা,সয়াবিন তেল,প্যাকেট ইত্যাদি ৷ সাধারণ প্রশিক্ষণ বিভিন্ন উপকরণ এক সাথে মিশিয়ে যন্ত্রের সাহায্যে মোমবাতি প্রস্তুত করতে হয় ৷ বাজারজাত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সহ বড় বড় স্টেসনারী পর্যন্ত মোমবাতি রাখে, বড় মার্কেটে বিভিন্ন ডিজাইনের মোমবাতি গুলো দেয়া যেতে পারে ৷ আজকের আয় ব্যায় ১ টি সাধারণ মোমবাত তৈরীতে খরচ হয় ২,৫০-৩ টাকা বিক্রি ৫ টাকা ৷ অভিজ্ঞতা এ ব্যাবসাটি ভালোভাবে করার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন আছে ৷ ☞এই পেশায় টিকে থাকতে হলে প্রয়োজন অভাবনীয় কৌশল আর দক্ষতা সফল হওয়ার কৌশল সম্পর্কে জানুন! আশা করি, বোঝাতে পেরেছি, এই অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে? যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন! কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী


শেয়ার করুন