![]() |
উদ্যোগ-ঘুড়ি তৈরীর ব্যবসা
রামর্শ-কামাল আহমেদ বাগী
বাজার সম্ভাবনা
ছোটদের অতি প্রিয় খেলার মধ্য অন্যতম শখ হলো ঘুড়ি উড়ানো ৷ শহর বা গ্রামে সমানভাবে ঘুড়ির চাহিদা রয়েছে ৷
তাছাড়া ঘুড়ি তৈরী খুব সাধারণ কাজ ৷ একজন উদ্যোক্তা চাইলে এ ব্যবসায় নামতে পারে, কোন ধরণের ঝুকি ছাড়া ৷
অবশ্য গাছের কাগজে তৈরী ঘুড়ি ছিড়ে যাওয়া বা চটি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকলেও, যদি সতর্কতার সাথে, নিয়মমাফিক সাজিয়ে নিয়ে, বাজারজাত করা যায়, তাহলে ভেঙ্গে যাওয়া বা নষ্ট হওয়ার ঝুকি থাকে না ৷
মূলধন
৩০০০-৫০০০ টাকা ৷
স্থায়ী সরঞ্জাম
টিস্যু পেপার, কাগজ, বাঁশের চটা ও আঠা ৷
সাধারণ প্রশিক্ষণ
মাপ মতো কাগজ কেটে, চিকন বাঁশের চটা দিয়ে দু'পাশ মুড়ে দিন ৷ মাঝখানে একটি চটি দিয়ে সোজা দুই মাথা আঠা দিয়ে লাগান ৷ সব শেষে একটি লেজ দিন ৷
সরবরাহ
বিভিন্ন স্টেশনারি দোকানে যোগাযোগ করুন, যেখানে ছোটদের সমারোহ সে-সব স্থানে নতুন নতুন ডিজাইনের ঘুড়ি নিয়ে যেতে পারেন ৷
আজকের আয় ব্যায়
একটি ঘুড়ি তৈরীতে ২-৩ টাকা, বিক্রি ৪-১০ টাকা ৷
অভিজ্ঞতা
বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই।
নতুন নতুন ডিজাইন করতে পারলে আরো ভালো করা সম্ভব ৷
এই ব্যবসা সম্পর্কে আরো অনেক তথ্য পেতে এখানে ক্লিক করুন!
আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!
কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী
খবর বিভাগঃ
১৫'শো থেকে ৪'হাজার টাকা
ক্ষুদ্র কুটির শিল্প
ডিলারশিপ