![]() |
বাজার সম্ভাবনা
তেলে ভাজা খাদ্য সামগ্রীর মধ্য অনন্য স্বাদের রূপকার হলো কলার চিপস্ ৷ বাঙ্গালির অতি প্রিয় বস্তু তেলে ভাজা মজাদার খাবার ৷ অন্যান্য বস্তুর তুলনায় এ চিপসকে নাস্তা হিসেবে বা অতিথি আপ্যায়নের জন্য বর্তমানে কদর বাড়ছে ৷
তবে মজার ব্যাপার হলো এটিকে ঘড়োয়া পরিবেশে প্রস্তুত করে যে-কোন পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে ৷ এ কথা নিঃসন্দেহে স্বীকার করা যায় ৷
মূলধন
১২০০-১৫০০ টাকা ৷
সরঞ্জাম- কড়াই,পাত্র,ছুরি,চামচ,মগ,বালতি,
স্টোভবাচুল্লি(চুলা),কলা,হলুদ,মরিচ,
লবন,তেল,প্যাকেট ,বিট লবন, ইত্যাদি
সাধারণ প্রশিক্ষণ
বাজারজাত
নিদৃষ্ট পরিমাণ চিপস্ নিয়ে প্যাকেটে ভরতে হবে, তারপর কারো মাধ্যমে বা নিজে বিক্রির ব্যাবস্থা করতে হবে ৷
আজকের আয় ব্যায়
৫ টাকা বিক্রি দরের এক প্যাকেট চিপস্ তৈরীতে খরচ হয়,২ টাকা বা ২,৩০ পয়সা ৷
অভিজ্ঞতা
কলার চিপস্ তৈরীতে অন্যান্য উপাদানের ক্ষেত্রে (পুরুষদের জন্য) কিছুটা বাস্তব প্রশিক্ষণ প্রয়োজন ৷
☞এ ব্যবসায় সফল হওয়ার জন্য আরো অনেক তথ্য নিন!
আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!
কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী
খবর বিভাগঃ
৫'শো থেকে ১৫'শো টাকা
কৃষি বিষয়ক
প্রিন্টিং ব্যবসা