![]() |
উদ্যোগ-নারকেলি তৈরী ৷
বাজার সম্ভাবনা
নারকেলি অতি সুস্বাদু একটি খাবার,
ছোট বড় সবাই এটি পছন্দ করে ৷
বিশেষ করে অল্প পুঁজিতেই যাঁদের কিছু করার ইচ্ছা, তাদের জন্য এ ব্যাবসাটি লাভ জনক হবে ৷ রাস্তায় অনেক ধরণের
(সাধারণ) খাবার পাওয়া যায় ৷
কিন্তু প্যাকেটজাত নারকেলির বৈশিস্ট্য হলো এটি প্লাস্টিকের প্যাকেটে থাকে।
বাজারে নারকেলির ভালো চাহিদা আছে,
আপনিও নেমে পরতে পারেন এ ব্যবসা ৷
মূলধন
৩০০-৫০০ টাকা ৷
স্থায়ী সরঞ্জাম ৷
নারকেল,ছুড়ি,প্যাকেট,মোম, ইত্যাদি ৷
সাধারণ প্রশিক্ষণ
সাধারণত নারকেল মাপ মতো কেটে রোধে শুকিয়ে ৷ তারপর আগুনের হাল্কা ছাঁচে ভাজলেই তৈরী হয় মজাদার নারকেলি ৷
সরবরাহ
সাধারণত প্যাকেট করে,স্কুলের সামনে নিয়ে বলতে পারেন, পর্যাপ্ত দাম হলে পাইকারীও দিতে পারেন ৷
আজকের আয় ব্যায়
পাঁচ টাকা দরের প্যাকেট একটি নারকেলি
তৈরীতে খরচ হয়, ১,৫০-২ টাকা পর্যন্ত ৷
অভিজ্ঞতা
তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই,যেখানে বিভিন্ন মানুষের সমাগম সে দিকটা লক্ষ রাখলেই যথেষ্ট
☞এই ব্যবসার উন্নয়ন সম্পর্কে আরো অনেক তথ্য পেতে এখানে ক্লিক করুন!
আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!
কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী
খবর বিভাগঃ
৩'শো থেকে ৫'শো টাকা
ক্ষুদ্র কুটির শিল্প